Breaking News

জেনে নিন,মাথায় নতুন চুল গজানোর সহজ উপায়


চুল পড়ে যাওয়া আজকাল অনেক বড় সমস্যা হয়ে

দাঁড়িয়েছে। মাথার চুল পরিমাণে কমে গেলে অনেক
সময় হতে হয় হেনস্থাও। এই অবস্থায় যদি বলা হয়
নতুন চুল গজানোর জন্যও আছে সহজ উপায়! ভাবতে
অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে তা সম্ভব।
প্রতি সপ্তাহে অন্তত ৩/৪ দিন রাতে ঘুমানোর আগে
সহজ কিছু কাজ করতে হবে এর জন্য। ব্যবহার করতে
হবে অলিভ অয়েল ও রসুন। কারণ রসুনেই গজাবে চুল!
রসুনে থাকা উচ্চমাত্রার সালফার, ভিটামিন সি,
সেলেনিয়াম এবং বিভিন্ন রকম খনিজ উপাদান নতুন
চুল গজাতে কার্যকর ভূমিকা পালন করবে। এছাড়া
রসুনে থাকা কপার নতুন চুল গজায়, চুল কালো করে ও
চুলকে ঘন করে। রসুনের ব্যবহারে চুলে কোন সাইড
ইফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে না।
নিম্নে এমনি সহজ তিনটি উপায় দেওয়া হলো :
প্রথমত, রসুনের নির্যাস মেশানো অলিভ অয়েল তৈরি
করতে হবে। এজন্য এক বোতল অলিভ অয়েলে কয়েক
কোয়া রসুন ফেলে রাখতে হবে সপ্তাহ খানেক।
মোটামুটি ৭ দিন পার হয়ে গেলেই তৈরি আপনার
তেল। মাথায় যখনই তেল দেবেন, এই তেলটি ব্যবহার
করুন। চুল পড়া রোধ করতে ও মাথায় নতুন চুল গজাতে
এই তেলটি খুবই কার্যকর।
দ্বিতীয়ত, কয়েক কোয়া রসুন নিয়ে একটু থেঁতলে নিন।
এবার চুল কমে যাওয়া স্থানগুলোতে ঘষে ঘষে লাগান।
আপনি চাইলে রসুনের রস বা রসুনের পেস্টও চুল কমে
যাওয়া স্থানগুলোতে লাগাতে পারেন।
তৃতীয়ত, রসুন মাথায় লাগানোর এক ঘণ্টা পর অলিভ
অয়েল দিয়ে মাথার ত্বক ম্যাসাজ করে নিতে হবে।
এরপর একটি শাওয়ার ক্যাপ মাথায় লাগিয়ে ঘুমাতে
যান। কমপক্ষে ৮ ঘণ্টা চুলে এই মিশ্রণ রাখতে হবে।
এরপর সকালে ভালো করে শ্যাম্পু করে নিন।
এই উপায়গুলো নিয়মিত মেনে চললে মাথায় নতুন চুল
গজাবে।

No comments